মানুষ যেভাবে গেছেন ফিরছেনও সেভাবেই
মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ফেরি ভরে ভরে যাত্রীরা পদ্মা পার হয়ে ঢাকায় ফিরছেন।
আজ সোমবার সকালে শিমুলিয়া ঘাটে এ দৃশ্য দেখা গেছে।
প্রিয় মানুষদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন। বেশিরভাগ যাত্রীকে মাস্ক না করেই যাতায়াত করতে দেখা গেছে। পরিবহন সংকটের কারণে কয়েকগুণ বেশি ভাড়া দিতে হচ্ছে বলে দ্য ডেইলি স্টারকে তারা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ ভোর থেকে এ নৌপথে ১৮টি ফেরি চলাচল করছে।
শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় কোনো যানবাহন দেখা যায়নি।
অন্যদিকে, অনেক মানুষ দক্ষিণবঙ্গগামী জেলাগুলোতেও যেতে শিমুলিয়ায় আসছেন। তবে ঢাকামুখী যাত্রীদের ভিড় বেশি।
যাত্রীদের অভিযোগ, শিমুলিয়াঘাটে আসার পর পরিবহণ সংকটে পড়তে হচ্ছে। মোটরসাইকেল, সিএনজি-চালিত অটোরিকশা, পিকআপ ভ্যান, অটোরিকশায় ঢাকায় যাওয়ার একমাত্র মাধ্যম। এ সুযোগে চালকরা কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছেন।
মাওয়া ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মো. হাফিজুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, ‘এ নৌপথে ১৮টি ফেরি চলাচল করছে। ঈদে যে সংখ্যক মানুষ বাড়ি গিয়েছিলেন সেই তুলনায় স্বাভাবিকভাবে তারা ঢাকায় ফিরছেন।’
শিমুলিয়াঘাট থেকেও যাত্রীরা বাংলাবাজার ঘাটে যাচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যানবাহনের চাপ নেই। যেসব গাড়ি আসছে সেগুলো সরাসরি ফেরিতে যেতে পারছে। কয়েকটি খালি ফেরিও পাঠানো হয়েছিল শুধু যাত্রীদের আনার জন্য।’
বাংলাবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান ডেইলি স্টারকে জানান, বাংলাবাজার ঘাটে পারের অপেক্ষায় গাড়ির চাপ নেই। যেসব গাড়ি আসছে সেগুলো সরাসরি ফেরিতে যেতে পারছে।
ঢাকামুখী যাত্রীদের চাপ স্বাভাবিক আছে বলে মন্তব্য করেন তিনি।
Comments