মেসি ক্লাব ছাড়লে গোল করবেন কে, সংশয়ে কোমান
চুক্তি নবায়ন না করলে ন্যু ক্যাম্পে বার্সেলোনার হয়ে শেষ ম্যাচটি হয়তো খেলে ফেলেছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকা যেন থেকে যান, সেই আকুতি আরেকবার ফুটে উঠেছে রোনাল্ড কোমানের কণ্ঠে। কারণ, মেসি ক্লাব ছাড়লে এত এত গোল কে বা কারা করবেন, তা নিয়ে সংশয়ে আছেন বার্সা কোচ।
স্প্যানিশ লা লিগার শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে কাতালানরা। রবিবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মেসির গোলে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হেরেছে তারা। ফলে চলতি আসরে সর্বোচ্চ তৃতীয় হওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে।
লিগ শিরোপা পুনরুদ্ধার করা না হলেও আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার মেসির হাতে ওঠা একরকম নিশ্চিত। ৩০ গোল নিয়ে তিনি আছেন তালিকার শীর্ষে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়ারিয়ালের জেরার্দ মোরেনোর গোল ২৩টি। ২২ গোল নিয়ে তিনে আছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।
সেলতার কাছে হারের পর সংবাদ সম্মেলনে মেসির ভবিষ্যৎ নিয়ে কোমান বলেছেন, ‘আমরা আশা করছি, মেসি ক্লাব ছাড়বে না। সে এখনও বিশ্বের সেরা খেলোয়াড়। এদিনও সে বুঝিয়েছে যে, তাকে ছাড়া খেলা অসম্ভব।’
ক্লাবে থাকা কিংবা না থাকার সিদ্ধান্তটা যে একান্তই মেসির, তা মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘সে এখন পর্যন্ত লিগে ৩০ গোল করেছে। এই গোলগুলো আমাদের অনেক পয়েন্ট এনে দিয়েছে। এখন তাকেই সব প্রশ্নের জবাব দিতে হবে।’
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ গোল করেছেন মেসি। বার্সেলোনার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা আতোঁয়ান গ্রিজমানের গোল তার অর্ধেক (১৯টি)। তাদের বাইরে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল উসমান দেম্বেলে (১১ গোল)।
মেসির ওপর পুরোপুরি নির্ভরশীল দল নিয়ে তাই শঙ্কা প্রকাশ করেছেন কোমান, ‘আমার ও ক্লাবের চাওয়া, সে যেন আমাদের সঙ্গে চালিয়ে যেতে থাকে। কারণ, সে না থাকলে গোল কে করবে, তা নিয়ে আমাদের সন্দেহ আছে।’
সেলতার বিপক্ষে হারের পর জোরালো হয়েছে কোমানের ছাঁটাই হওয়ার গুঞ্জন। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি তিনি, ‘আমি এই বিষয়ে কোনো জবাব দিব না। কারণ, আমি আমার ভাবনা আগেই জানিয়েছি এবং পুনরায় বলার কোনো প্রয়োজন দেখছি না।’
সহজ প্রতিপক্ষের কাছে ধরাশায়ী হওয়ার দায় ভাগ্যকেই দিয়েছেন বার্সা কোচ, ‘দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলিনি। শেষ পর্যন্ত তারা ২-১ গোলে জিতেছে এবং ভাগ্য আপনার সহায় না থাকলে এরকমই ঘটে থাকে।’
Comments