ইসরায়েলি বোমায় গাজায় প্রতি ঘণ্টায় আহত ৩ শিশু: সেভ দ্য চিলড্রেন
ইসরায়েল গত এক সপ্তাহব্যাপী হামলা চালানো শুরু করার পর থেকে ফিলিস্তিনের গাজায় প্রতি ঘণ্টায় প্রায় তিন শিশু আহত হয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।
আজ সোমবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার থেকে ইসরায়েলের চালানো হামলায় গাজা উপত্যকায় অন্তত ৫৮ শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন ৩৬৬ শিশুসহ এক হাজারেরও বেশি মানুষ। আর ইসরায়েলেও দুই শিশু নিহত হয়েছে।
ফিলিস্তিনে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর জ্যাসন লি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আগে আর কত পরিবারকে তাদের প্রিয়জনকে হারাতে হবে? যখন বাড়িগুলোতে বোমা হামলা চালানো হয়, তখন শিশুরা কোথায় যাবে?’
‘গাজার পরিবারগুলো ও সেখানে কর্মরত আমাদের সহকর্মীরা বলছেন, তারা এমন এক অবস্থায় রয়েছেন যা জাহান্নামের মতো, তাদের আশ্রয় চাওয়ার কোনো জায়গা নেই এবং দৃশ্যত এই পরিস্থিতির কোনো সমাপ্তিও নেই’, বলেন লি।
আল জাজিরার সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজায় ৫৮ জন শিশু ও ৩৪ জন নারীসহ অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার জনের বেশি।
আরও পড়ুন:
ইসরায়েলি হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন গাজা
গাজায় অষ্টম দিনে ইসরায়েলের আরও ভারী বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৯২
সপ্তম দিনে ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
গাজায় এপি ও আল জাজিরার অফিস গুঁড়িয়ে দিলো ইসরায়েল
গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলের অবিরাম বোমা হামলা, গোলাবর্ষণ
গাজায় স্থল পথে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল
ইসরায়েলকে ‘শিক্ষা দিতে’ পুতিনকে এরদোয়ানের ফোন
আবারও ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজা উপত্যকা
গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বোমার আঘাতে গাজায় ভবনধস, তেল আবিবে হামাসের রকেট হামলা
Comments