নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২
নারায়ণগঞ্জ সদর উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার শিমরাইল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুমিল্লার চান্দিনার নজরুল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ সুজন (২৮) ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে ফয়সাল আরাফাত (৩০)। সম্পর্কে তারা চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই বাবুল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৮টার দিকে চান্দিনা থেকে ঢাকা যাওয়ার পথে একটি কাভার্ডভ্যানের সঙ্গে দুই ভাইয়ের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। কাভার্ডভ্যানটি নিয়ে চালক ও হেলপার দ্রুত পালিয়ে যান।
কাভার্ডভ্যান চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান।
Comments