'জাতীয় দলে ফিরতে পিসিবিকে ব্ল্যাকমেল করছেন আমির'
হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে সবাইকে চমকে দিয়েছিলেন মোহাম্মদ আমির। মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া এ বাঁহাতি পেসার আবার জাতীয় দলে ফিরতে চাইছেন বলে মনে করেন সাবেক পাকিস্তানী স্পিনার দানিস কানেরিয়া। এরজন্য নানা ধরণের মন্তব্য করে পিসিবিকে ব্ল্যাকমেল করছেন বলেও মন্তব্য করেছেন এ সাবেক স্পিনার।
টেস্ট ক্রিকেটটা আগেই ছেড়েছিলেন আমির। তবে সাদা বলের ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু বছর দুই না যেতেই বিরক্ত হয়ে পড়েন। মানসিক নানা অত্যাচারে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই আগ্রহ হারিয়ে ফেলেন এ পেসার।
সাম্প্রতিক সময়ে আইপিএলে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন আমির। এরজন্য ইংল্যান্ডের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলেও জানান তিনি। এছাড়া পাকিস্তান দলে খেলোয়াড়দের নির্বাচন প্রক্রিয়ায় নানা দুর্নীতির কথাও প্রকাশ্যে বলে আসছেন এ পেসার। তাকে জাতীয় দলে ফেরাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চাপ দেওয়ার জন্য এমনটা করছেন বলে মনে করেন সাবেক স্পিনার কানেরিয়া।
নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে কানেরিয়া বলেন, 'আমি মোহাম্মদ আমিরের কাছ থেকে কিছুই নিচ্ছি না। প্রত্যেকেই নিজের মতামত জানাতে পারে। আমি মনে করি সে তার বক্তব্যগুলোতে অন্যকে (পিসিবি) ব্ল্যাকমেল করার চেষ্টা করছে যাতে সে আবার ফিরে আসতে পারে। ইংল্যান্ডে যাওয়ার এবং নাগরিকত্ব পাওয়ার এবং আইপিএল খেলার বিষয়ে তার মন্তব্য থেকেই বুঝতে পারবেন।'
মূলত জাতীয় দল থেকে বাদ পড়ার পর পিসিবির কেন্দ্রীয় থেকেও বাদ পড়ার পর অভিমানে অবসর নিয়েছিলেন আমির। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অসাধারণ পারফরম্যান্সের পর ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বলেই বাদ পড়েছেন বলে মনে করেন কানেরিয়া, 'মোহাম্মদ আমিরকে বুঝতে হবে যে স্পট ফিক্সিং কেলেঙ্কারির পরও তাকে ফিরিয়ে আনতে পাকিস্তান সত্যিই সদয় ছিল। তবে গত দেড় বছরে তার পারফরম্যান্স একেবারে শূন্য। সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সত্যিই ভালো বোলিং করেছিলেন। কিন্তু তারপর থেকে সে যা করেছে তা কেবল নিচের দিকে নেমেছে।'
উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন আমির। আন্তর্জাতিক ক্রিকেটে তার উইকেটের সংখ্যা ২৫৯টি। টেস্টে তিনি পেয়েছেন ১১৯ উইকেট। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার শিকার যথাক্রমে ৮১ ও ৫৯টি। তবে শেষ পাঁচ ওয়ানডেতে ৬ ও শেষ পাঁচ টি-টোয়েন্টিতে মাত্র ১ উইকেট নেন আমির।
Comments