ইউরোতে খেলা হচ্ছে না টের স্টেগেনের
বিশ্বকাপের পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকেই দ্বিতীয় সর্বোচ্চ আসর মানা হয়। তাই এ আসরে খেলতে মুখিয়ে থাকেন প্রায় সব খেলোয়াড়ই। তবে ফুটবল বিশ্বের অন্যতম সেরা এ আসরে খেলা হচ্ছে না বার্সেলোনার জার্মান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের। এ সময়ে হাঁটুর চিকিৎসা করাবেন এ গোলরক্ষক। সামাজিক মাধ্যমে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এ জার্মান তারকা।
হাঁটুর সমস্যাটা অবশ্য বেশ পুরনো টের স্টেগেনের। তাই নিয়েই খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি। মাঝেমধ্যেই এ ইনজুরি তাকে ভোগান্তিতে ফেলেছে। সাম্প্রতিক সময়ে তার চেনা ছন্দে বাঁধা দাঁড়াচ্ছিল এ ইনজুরি। তাই এটা থেকে পূর্ণ পরিত্রাণের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সোমবার সামাজিক মাধ্যমে ইউরোতে না খেলতে পারার কথা জানিয়ে টের স্টেগেন লিখেছেন, 'আমি ক্লাবের মেডিকেল দলের সঙ্গে একত্রে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার হাঁটুতে পরিপূরক চিকিৎসা গ্রহণ করব। আমি দুঃখিত যে আমি এই গ্রীষ্মে জার্মানির হয়ে ইউরো ২০২০ মিস করব। বহু বছরের মধ্যে প্রথমবারের মতো আমি ঘরে বসে আমার দেশকে সমর্থন করব। আশা করি আমরা এটা জিতবো!'
সম্পূর্ণ সুস্থ হয়ে গ্রীষ্মের বিরতির পর শুরু থেকেই মাঠে থাকার প্রত্যয় প্রকাশ করেন এ জার্মান গোলরক্ষক। তখন মাঠে সমর্থকদের আশা করছেন তিনি, 'গ্রীষ্ম বিরতির পরে, যখন মাঠে ফিরে আসব আশা করি আবারও ভক্তদের সঙ্গে খেলতে পারব। সবাইকে মিস করছি! একটি কঠিন মৌসুম জুড়ে আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ এবং সুস্থ থাকুন!'
আগামী শুক্রবার এইবারের বিপক্ষে চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বার্সেলোনা। তবে সে ম্যাচ খেলা হচ্ছে না টের স্টেগেনের। কারণ আগেই আসর থেকে ছিটকে গেছে দলটি। তাই দ্রুত মাঠে ফিরতে ম্যাচের আগের দিন (২০ মে) মালামেতে চিকিৎসক হাঁকান আলফ্রেডসনের অধীনে ডান হাঁটুর প্যাটেলার টেন্ডারে চিকিত্সা পদ্ধতি গ্রহণ করবেন এ জার্মান গোলরক্ষক।
অবশ্য জাতীয় দলের হয়ে খেললেও মাঠে নামার ক্ষেত্রে নিশ্চিত নন টের স্টেগেন। অনেকদিন থেকেই জার্মান দলের মূল গোলরক্ষকের দায়িত্ব পালন করে আসছেন ম্যানুয়েল নয়ার। এ আসরেও জোয়াকিম লোর আস্থা বায়ার্ন মিউনিখ গোলরক্ষকের উপরই। তাই হয়তো ইউরো মিস করার সিদ্ধান্তটা নিতে খুব বেশি কষ্ট হয়নি টের স্টেগেনের।
Comments