ফরিদপুরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ফরিদপুরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন।
আজ সোমবার বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলায় কৌরবালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নড়াইল সদর উপজেলার চৌরঙ্গী এলাকার মো. রজবুল ইসলামের ছেলে তুর্জ আহমেদ (২৩) ও একই উপজেলার মহিষখোলা এলাকার রউফ (২২)।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহানুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভাঙ্গা থেকে গোপালগঞ্জগামী একটা অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেলের অন্য যাত্রী শাহীনূর রহমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
Comments