গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত ২১২

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় সেখানে এখন পর্যন্ত অন্তত ৬১ শিশুসহ ২১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ শ জন।
ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় সেখানে এখন পর্যন্ত অন্তত ৬১ শিশুসহ ২১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ শ জন।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ছবি: রয়টার্স

আজ মঙ্গলবার ভোরে গাজায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় সারারাতে অন্তত ৩০ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা থেকে ইসরায়েলেও বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল লেবানন থেকে ইসরায়েলের উত্তর সীমান্তে ছয়টি শেল ছোড়া হলে তা ইসরায়েলের সীমান্তের বাইরে পড়ে। এরপর, ইসরায়েল ‘যেখান থেকে শেল ছোড়া হয়েছিল’ সেখানে ভারী গোলা বর্ষণ করে।

লেবাননে জাতিসংঘের ইনটেরিম ফোর্স সব পক্ষকেই ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছে।

লেবাননের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে ইসরায়েলের জেরুসালেম পোস্ট জানিয়েছে, ইসরায়েলি বাহিনী লেবাননে ২২টির মতো বোমা ছুড়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের ৭৩৫ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংগঠনটি জানিয়েছে, এর ফলে বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রের যে প্রতিজ্ঞা তা গুরুত্ব হারাবে।

যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

গাজায় ইসরায়েলের টানা আটদিন বোমা হামলার পর সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

ছবি: রয়টার্স ফাইল ফটো

প্রতিবেদন মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বাইডেন বলেছেন, সহিংসতা বন্ধে মিশর ও অন্যান্য রাষ্ট্রকে নিয়ে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। কিন্তু, গাজায় ইসরায়েলের সহিংসতা বন্ধের আহ্বান সংক্রান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বার্তায় বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত আট দিন ধরে গাজায় ইসরায়েল নৃশংসতা চালিয়ে গেলেও তা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

আরও পড়ুন:

সন্ত্রাস মানে ইসরায়েল

ইসরায়েলি বোমায় গাজায় প্রতি ঘণ্টায় আহত ৩ শিশু: সেভ দ্য চিলড্রেন

 

ইসরায়েলি হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন গাজা

গাজায় অষ্টম দিনে ইসরায়েলের আরও ভারী বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৯২

সপ্তম দিনে ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত

গাজায় এপি ও আল জাজিরার অফিস গুঁড়িয়ে দিলো ইসরায়েল

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৩৭

গাজায় ইসরায়েলের অবিরাম বোমা হামলা, গোলাবর্ষণ

গাজায় স্থল পথে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল

ইসরায়েলকে ‘শিক্ষা দিতে’ পুতিনকে এরদোয়ানের ফোন

আবারও ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজা উপত্যকা

গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বোমার আঘাতে গাজায় ভবনধস, তেল আবিবে হামাসের রকেট হামলা

Comments

The Daily Star  | English

Journalists Mozammel Babu, Shyamal Dutta detained from Mymensingh border

Journalists Mozammel Babu, Shyamal Dutta and two other persons were detained while trying to enter India illegally through Dhobaura border in Mymensingh today

2h ago