করোনাভাইরাস

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ৪৩২৯

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চার হাজার ৩২৯ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ৭৮ হাজার ৭১৯ জন।
উত্তর প্রদেশে শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া নারীর মরদেহের পাশে দাঁড়িয়ে আছেন তার স্বামী। ১১ মে ২০২১। ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও চার হাজার ৩২৯ জন। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু। করোনায় এ পর্যন্ত ভারতে মারা গেছেন দুই লাখ ৭৮ হাজার ৭১৯ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই লাখ ৬৩ হাজার ৫৩৩ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন দুই কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জন। সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও চার লাখ ২২ হাজার ৪৩৬ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ১৫ লাখ ৯৬ হাজার ৫১২ জন।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় ও রাজস্থান।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৬১৬ জন।

ভারতে মোট শনাক্ত দুই কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন ৩৩ লাখ ৫৩ হাজার ৭৬৫ জন।

গত ১১ মে থেকে পরবর্তী এক সপ্তাহে ভারতে শনাক্ত হয়েছেন ২৫ লাখের বেশি। আর এই সময়ে মারা গেছেন ৩২ হাজার জন।

ভারতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১৮ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে আরটি-পিসিআর ও অ্যান্টিজেন পদ্ধতিতে ১৮ লাখ ৬৯ হাজার ২২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৩১ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৮৮১টি নমুনা।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে দুই লাখ ২৮ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা করা হয়। আর বাংলাদেশে জনসংখ্যা ১৬ কোটি ৬০ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৩৪ হাজার ৪২১টি নমুনা পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ৩৪৫ জন এবং মারা গেছেন ৩৪ লাখ চার হাজার ৪৫৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৪ কোটি ৩০ লাখ চার হাজার ২৪৮ জন।

আরও পড়ুন:

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১০৬, শনাক্ত ২ লাখ ৮১ হাজার ৩৮৬

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪০৭৭, শনাক্ত ৩ লাখ ১১ হাজার ১৭০

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ হাজার, শনাক্ত ৩ লাখ ৪৩ হাজার ১৪৪

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১২০, শনাক্ত ৩ লাখ ৬২ হাজার ৭২৭

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ৪১৮৭, শনাক্ত ৪ লাখের বেশি

ভারতে একদিনে রেকর্ড শনাক্ত ৪ লাখ ১৪ হাজার ১৮৮, মৃত্যু ৩৯১৫

ভারতে একদিনে রেকর্ড মৃত্যু ৩৭৮০

ভারতে মোট শনাক্ত ২ কোটি ছাড়াল

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩ লাখ ৬৮ হাজার ৬০৪ মৃত্যু ৩৪১৭

ভারতে বিশ্ব রেকর্ড, একদিনে শনাক্ত ৪ লাখের বেশি

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত ৩ লাখ ৮৬ হাজার ৪৫২

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ৩৬৪৫ শনাক্ত ৩ লাখ ৭৯ হাজার ২৫৭

ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ৩২৯৩ শনাক্ত ৩ লাখ ৬০ হাজার ৯৬০

ভারতে আজও রেকর্ড শনাক্ত ৩ লাখ ৫২ হাজার ৯৯১ মৃত্যু ২৮১২

ভারতে মৃত্যু-শনাক্তের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড

আজও ভারতে মৃত্যু-শনাক্তের নতুন রেকর্ড

ভারতে আজও রেকর্ড: একদিনে মৃত্যু ২১০৪, শনাক্ত ৩ লাখের বেশি

ভারতে নতুন রেকর্ড: একদিনে মৃত্যু ২০২৩, শনাক্ত প্রায় ৩ লাখ

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু ১৭৬১, শনাক্ত ২ লাখ ৫৯ হাজার ১৭০

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত ও মৃত্যু

একদিনে শনাক্তে ভারতের বিশ্ব রেকর্ড

ভারতে একদিনে রেকর্ড শনাক্ত ২ লাখ ৩৪ হাজার ৬৯২, মৃত্যু ১৩৪১

ভারতে প্রতিদিন ভাঙছে শনাক্তের রেকর্ড: আজ ২ লাখ ১৭ হাজার ৩৫৩, মৃত্যু ১১৮৫

ভারতে একদিনে সর্বোচ্চ শনাক্ত ২ লাখ ৭৩৯, মৃত্যু ১০৩৮

ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড শনাক্ত ১ লাখ ৮৪ হাজার ৩৭২, মৃত্যু ১০২৭

ভারতে আজ শনাক্ত ১ লাখ ৬১ হাজার ৭৩৬, মৃত্যু ৮৭৯

Comments

The Daily Star  | English

How Islami Bank was taken over ‘at gunpoint’

Islami Bank, the largest private bank by deposits in 2017, was a lucrative target for Sheikh Hasina’s cronies when an influential business group with her blessing occupied it by force – a “perfect robbery” in Bangladesh’s banking history.

8h ago