স্বামীর চোখের সামনে স্ত্রীকে পিষে দিয়ে গেল বেপরোয়া ট্রাক
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাকচাপায় নূরজাহান বেগম (৩২) নামে পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নূরজাহান বেগম গড়মাটি এলাকার মিলন উদ্দিনের স্ত্রী।
মিলন বলেন, ‘সকালে আমি আর নূরজাহান ছেলে-মেয়েদের নিয়ে মহাসড়ক পার হচ্ছিলাম। আমি ছেলেকে নিয়ে সড়ক পার হয়ে আসি। নূরজাহান মেয়েকে কোলে নিয়ে পাশে দাঁড়িয়ে ছিল। পাবনাগামী একটি আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই নূরজাহানের মৃত্যু হয়। তবে আমার শিশু কন্যা প্রাণে বেঁচে গেছে।’
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ট্রাকটি জব্দ করেছি। তবে চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছে।’
Comments