যশোরে আরও ৩ জনের করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের শনাক্ত

ভারতফেরত আরও ৩ জনের নমুনায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের শনাক্ত হয়েছে। তারা যশোর ও নড়াইলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। আজ মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের স্পাইক প্রোটিনের সিকোয়েন্সিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার তথ্য জানানো হয়েছে।

ভারতফেরত আরও ৩ জনের নমুনায় করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের শনাক্ত হয়েছে। তারা যশোর ও নড়াইলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। আজ মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের স্পাইক প্রোটিনের সিকোয়েন্সিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার তথ্য জানানো হয়েছে।

জেনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ জানান, যশোর জেনারেল হাসপাতাল থেকে গত ১২ মে দুই জনের নমুনা ও ১৬ মে নড়াইল থেকে একজনের নমুনা পাঠানো হয়। তাদের করোনা শনাক্ত হওয়ার পর ভাইরাসটির ভ্যারিয়েন্ট শনাক্তের জন্য স্পাইক প্রোটিনের সিকোয়েন্স করা হয়। আজ তাদের নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট বি ১.৬১৭.২ পাওয়া যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এটি উদ্বেগজনক ভ্যারিয়েন্ট। এ ভ্যারিয়েন্ট ইতিমধ্যে ৬০টি দেশে ছড়িয়েছে। ডাবল মিউট্যান্ট না হলেও এটি উদ্বেজনক।

তিনি আরও বলেন, ভারত থেকে এখন যারা দেশে আসছেন তারা ভারতীয় যেকোনো ভ্যারিয়েন্ট বহন করতে পারেন। সেজন্য আমরা নমুনা পজেটিভ হলেই ভ্যারিয়েন্ট নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। এ ধরনের রোগী সম্পূর্ণ ভাইরাসমুক্ত না হওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ছাড়া ঠিক হবে না।

যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, এ বিষয়ে কোনো তথ্য থাকলে আইইডিসিআর,বি ব্রিফিং করবে।

উল্লেখ্য, গত ৮ মে যশোরে আরও দুই জনের ভারতীয় ভ্যারিয়েন্টের শনাক্ত হয়েছিল।

আরও পড়ুন:

যশোরে কোয়ারেন্টিনে থাকা ২ জনের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত

Comments

The Daily Star  | English

Dhaka's rail link with most of Bangladesh snapped after derailment in Tejgaon

Railway operation between Dhaka and most of the country was suspended after a train derailed hitting a crane in the Tejgaon area in the capital this evening.

2h ago