আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না ডি ভিলিয়ার্সের

অনেক দিন থেকেই ক্রিকেট পাড়ায় জোড় গুঞ্জন অবসর ভেঙে ফের দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স। তবে সে গুঞ্জনে পানি ঢেলে দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ৩৭ বছর বয়সী এ ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটে আবার দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অবসরের সিদ্ধান্ত পাকাপাকিভাবেই থেকে যাচ্ছে বলে জানিয়েছে সিএসএ।
ফাইল ছবি

অনেক দিন থেকেই ক্রিকেট পাড়ায় জোড় গুঞ্জন অবসর ভেঙে ফের দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স। তবে সে গুঞ্জনে পানি ঢেলে দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ৩৭ বছর বয়সী এ ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেটে আবার দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অবসরের সিদ্ধান্ত পাকাপাকিভাবেই থেকে যাচ্ছে বলে জানিয়েছে সিএসএ।

মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সিএসএ। ওয়েস্ট ইন্ডিজে সফরের জন্য টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণাতেই মনোযোগ ছিল তাদের। ডি ভিলিয়ার্সের ব্যাপারে খুব বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি, 'অবসরের সিদ্ধান্ত চূড়ান্তই থাকবে বলে ডি ভিলিয়ার্স শেষবারের মতো ঠিক করেছেন।'

মূলত আইপিএল চলাকালীন সময়ে জানা গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ডি ভিলিয়ার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সময় সাবেক সতীর্থ ও বর্তমান কোচ মার্ক বাউচারের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছিল বলেই জানা যায়। কিন্তু শেষ পর্যন্ত তা গুঞ্জন হিসেবেই থেকে যাচ্ছে।

২০১৮ সালে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ডি ভিলিয়ার্স। তার এমন আচমকা বিদায়ে চমকে দিয়েছিল ক্রিকেট ভক্তরা। এর কিছু দিন পর থেকেই অবসর ভেঙে ফের গুঞ্জনও ওঠে। ২০১৯ বিশ্বকাপে খেলতে চান তা নিজে থেকেই জানিয়েছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু তখন তার আগ্রহকে আমলে নেয়নি প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

তবে ২০১৯ সালের শেষে বোর্ডের ক্রিকেট পরিচালক হিসেবে গ্রায়েম স্মিথ ও দলের প্রধান কোচ হিসেবে মার্ক বাউচার দায়িত্ব নেওয়ার পর ডি ভিলিয়ার্সের ফেরার গুঞ্জন ফের শুরু হয়। পরের বছর আইপিএলে বেঙ্গালুরুর হয়ে অসাধারণ পারফরম্যান্সে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরানোর পরিকল্পনা করেছিলেন তার সাবেক সতীর্থরা। কিন্তু করোনাভাইরাসের কারণে সবকিছু থেমে যায়।

চলতি বছরও আইপিএলে দারুণ খেলছিলেন ডি ভিলিয়ার্স। সেখানে তার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছিল বলে সংবাদ প্রকাশ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবারও মাঝ পথে থেমে গেল সে সম্ভাবনা।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago