রোজিনার মুক্তি চাই
কেউ পারে না থামিয়ে দিতে সাংবাদিকের লেখা কিংবা বলা
যতোই তুমি আটকে রাখো লাঞ্ছনা দাও চেপে ধরো সাংবাদিকের গলা-
ততোই কিন্তু অনিয়মের চিত্রটা ফের নতুন করে প্রতিষ্ঠিত হয়
সাংবাদিকের কণ্ঠরোধের এমন নজির কোনো কালেই প্রত্যাশিত নয়।
কোনো কালেই কেউ পারেনি, পারবে না কেউ, তুমিও পারবে না
সত্যটা ঠিক বেরিয়ে আসেই প্রস্ফুটিত গোপন লেনা-দেনা...
দুর্নীতিটা করলে তুমি সেইটা লেখা সেইটা বলা সাংবাদিকের দায়
এমন ঘৃণ্য প্রতিরোধে সভ্যতা আর জার্নালিজম নতুন মাত্রা পায়।
রাষ্ট্র-সমাজ-সুশাসনে বিপর্যয়টা আর এনো না ডেকে
সাংবাদিককে মুক্ত রাখো, মুক্ত থাকো অপকর্ম থেকে...
লুৎফর রহমান রিটন, ছাড়াকার
Comments