সোনামসজিদ দিয়ে ফিরলেন ভারতে আটকে পড়া ২৪ বাংলাদেশি

সোনা মসজিদ স্থলবন্দরে ইমিগ্রেশন চালুর সুপারিশ সংসদীয় কমিটির
সোনা মসজিদ স্থলবন্দর। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া ২৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।

সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন অফিসার এসআই জাফর খান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভারত থেকে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি নিয়ে আজ ২৪ জন বাংলাদেশি এই স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, আজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ২৪ জন বাংলাদেশি প্রবেশ করেছেন। তারা ভারতে করোনা পরিস্থিতিতে আটকা পড়েছিলেন। এই ২৪ জনের প্রাথমিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে, কারো শরীরে আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি।

তিনি আরও জানান, তাদের ১৪ দিনের কোয়ারেন্টিনের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল এবং স্বাস্থ্য বিভাগের নির্ধারিত শহরের একটি ও শিবগঞ্জের একটি আবাসিক হোটেলে রাখা হয়েছে।

তারা প্রত্যেকেই ভারত থেকে প্রত্যয়নপত্র নিয়ে এসেছেন বলেও জানান তিনি।

করোনা পরিস্থিতিতে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরতে বেনাপোল বন্দরের পাশাপাশি দর্শনা, হিলি ও সোনামসজিদ স্থলবন্দরকে অনুমতি দেয় সরকার। গত রোববার থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশন নাগরিকদের নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দেওয়া শুরু করলেও আজ প্রথমবারের মতো সোনামসজিদ স্থল বন্দর দিয়ে দেশে ফিরলেন ২৪ জন।

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

2h ago