সৌদিগামী বিমানের সব ফ্লাইট ২০-২৪ মে পর্যন্ত স্থগিত

ফাইল ফটো

আগামী ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত সৌদিআরবগামী সব ফ্লাইট পরিচালনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্তারোপের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ে ভ্রমণের জন্য বুকিংকৃত যাত্রীদের তাদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণের জন‍্য নিকটবর্তী যে কোনো বিমান অফিসে যোগাযোগের জন‍্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।

Comments

The Daily Star  | English

US elections: Prof Yunus congratulates Trump

Recalling the existing relations between Bangladesh and the US, Yunus said Bangladesh and the US share a long history of friendship and collaboration across numerous areas of mutual interest

1h ago