থেমে থাকা ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ৩

ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের ধাক্কা লাগলে এক নারীসহ তিন জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ওই উপজেলার বুধন্তী ইউনিয়নের আমতলীতে এ দুর্ঘটনা ঘটে।

বিজয়নগর থানাধীন ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রাইভেট কারটিতে চালকসহ ছয় জন ছিলেন। নিহত তিন জনের মধ্যে শুধুমাত্র চালকের পরিচয় জানা গেছে। বিল্লাল হোসেন নামে প্রাইভেট কার চালক কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার বড় আলমপুর গ্রামের মো. মন্টু মিয়ার ছেলে। চালকের সঙ্গে পাওয়া ড্রাইভিং লাইসেন্স সূত্রে এই তথ্য জানা গেছে।’

তিনি আরও বলেন, ‘সিলেটে যাওয়ার পথে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারালে আমতলী এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক ও একজন যাত্রী মারা যান।’

‘তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। মাধবপুর যাওয়ার পথে গুরুতর আহত প্রাইভেট কারের নারী যাত্রী মারা যান।’

সংবাদ পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে, যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

ICT chief prosecutor seeks Interpol Red Notice for Hasina's arrest

"As an international policing agency, Interpol has been requested to take necessary steps to ensure her arrest"

1h ago