যশোরে ভারতফেরত ৩ জনের করোনা শনাক্ত
যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত তিন জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গত পরশু তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। গতকাল রাতে রিপোর্টে তিন জনের পজিটিভ আসায় রাতেই তাদের অ্যাম্বুলেন্সে কোভিড ডেডিকেটেড হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে।’
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি ডেইলি স্টারকে জানিয়েছেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের আরটি-পিসিআর ল্যাবে ২০০ নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে ভারতফেরত তিন জনসহ ১৮ জনের করোনা শনাক্ত হয়।
তিনি আরও বলেন, ‘র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নয় জনের মধ্যে দুই জন ও ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় মধ্যে দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, গত রাতে যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার সাধু (৫৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১৭ মে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।’
Comments