রোজিনার নিঃশর্ত মুক্তি, দোষীদের শাস্তির দাবি নোয়াবের
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরে আটকে রেখে হেনস্তা করা, তাকে পুলিশে সোপর্দ করা, তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের ও তাকে কারাগারে পাঠানোয় উদ্বেগ প্রকাশ করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
গতকাল বুধবার নোয়াবের সভাপতি এ কে আজাদ ও সহসভাপতি শহীদুল্লাহ খান বাদলের পাঠানো এক বার্তায় এই উদ্বেগের কথা বলা হয়।
বার্তায় বলা হয়েছে, রোজিনা ইসলাম সৎ অনুসন্ধানমূলক সাংবাদিকতার জন্যে পরিচিত। এ কারণে কোনো কোনো কর্মকর্তা তার প্রতি বিরক্ত হয়ে থাকতে পারেন। প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়া জানাতে আইনগত নানা পথ রয়েছে।
কিন্তু, একজন পেশাগত সাংবাদিক, বিশেষ করে নারী সাংবাদিককে বদ্ধ ঘরে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা শালীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এই সংকটকালে পেশাদার সাংবাদিকদের নিয়ে নোয়াব অর্থ বিনিয়োগ, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে সংবাদপত্র প্রকাশের কাজে সচেষ্ট আছে।
রোজিনা যে পরিস্থিতির শিকার হয়েছেন, তা সৎ সাংবাদিকতায় বাধা এবং খারাপ নজির স্থাপন করবে।
নোয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে।
আরও পড়ুন:
কেন তিনি ৩ দিন কারাগারে থাকবেন
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি চায় রিপোর্টার্স উইথআউট বর্ডারস
কারাগারে রোজিনা, সংকটে সাংবাদিকতা
রোজিনা ইসলামকে হেনস্তায় জড়িত কর্মকর্তাদের সঙ্গে সঙ্গে বরখাস্ত করা উচিত ছিল: ফখরুল
সাংবাদিক রোজিনাকে হেনস্তা: সাংবাদিকদের বিক্ষোভ, বিভিন্ন সংগঠনের নিন্দা
সাংবাদিক রোজিনাকে হেনস্তা: ১১ নাগরিকের বিবৃতি
সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
সাংবাদিক রোজিনা আদালতে, ৫ দিনের রিমান্ড আবেদন
সাংবাদিক রোজিনাকে হেনস্তা: শাহবাগ থানার সামনে সাংবাদিকদের বিক্ষোভ
সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে থানায় নেওয়া হয়েছে
Comments