বেগমগঞ্জে যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে আহত ১৪
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে গেছে। এতে ১৪ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জিরতলী ইউনিয়নের পেনাকাটা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত যাত্রীদের বরাত দিয়ে স্থানীয় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি জোবাইরুল হক জানান, মাইক্রোবাসটিতে ১৪ জন যাত্রী চট্টগ্রাম যাচ্ছিল। সকাল ৭টার দিকে মাইক্রোবাসটি বেগমগঞ্জ উপজেলার পেনাকাটা পোল এলাকায় পৌঁছানোর পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ রাস্তার পাশে খালে পড়ে যায়।
তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করে। পরে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতাল ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত ১৪ যাত্রীর মধ্যে নয় জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন--খুলনা জেলার খালিশপুর থানার ওয়াসিব হাছান (৪৫), দৌলতপুর থানার তুহিন খান (৩৮), কাঠালিয়া থানার তাসলিমা আক্তার (৩৫), অনিক (২৮), বাগেরহাটের চিতলমারী থানার সুক্কুর আলী (১৮), ফকিরহাট থানার রবিউল হক (২৫), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার তাহমিন হোসেন (২৬), চাঁদপুর জেলার তাছলিমা (৩৩) ও ইয়াছিন (১১)।
Comments