‘আমাদের হারানোর কিছু নেই’
দলে এসেছে ব্যাপক ওলট-পালট। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন নয়জন, ঢুকেছেন সাতজন। অভিজ্ঞ তারকাদের বাদ দিয়ে তারুণ্যনির্ভর দল নিয়ে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা। তাদের বিপক্ষে খেলবে অভিজ্ঞতায় ভরা পূর্ণ শক্তির বাংলাদেশ দল। পেসার ইসুরু উদানা জানালেন, বাংলাদেশের বিপক্ষে তাই তাদের সাফল্যের মন্ত্র হবে, ‘হারানোর নেই, পাওয়ার আছে অনেক কিছু।’
গত ১৬ মে বাংলাদেশে এসে তিনদিন হোটেল কক্ষে কোয়ারেন্টিনে ছিল লঙ্কানরা। গতকাল বুধবার কোয়ারেন্টিন মুক্ত হয়ে প্রথমবার অনুশীলন করে তারা। বৃহস্পতিবার সকাল-বিকাল মিলিয়েই চলে তাদের অনুশীলন।
মিরপুর একাডেমি মাঠে নিবিড় অনুশীলনের ফাঁকে গণমাধ্যমে কথা বলতে এসে বাঁহাতি পেসার উদানা জানালেন, তারকায় ভরা বাংলাদেশকে হারাতে একদম ফুরফুরে মেজাজে থাকবেন তারা, ‘সত্যি কথা বলতে, বাংলাদেশ দলে কয়েকজন সুপারস্টার আছে। কিন্তু তরুণ দল হিসেবে আমাদের হারানোর কিছু নেই। আমরা তাদের এখানে হারাতে এসেছি। কাজেই তাদের হারাতে আমাদের সেরাটা দিতে হবে। কারণ, ঘরের মাঠে বাংলাদেশ খুবই বিপজ্জনক দল।’
দিমুথ করুনারত্নে নেতৃত্ব হারানোর পর দল থেকেও বাদ পড়েছেন। দলে এসেই অধিনায়কত্ব পেয়েছেন কুসল পেরেরা। নতুন সেটআপ নিয়ে খুব বেশি দিন কাজ করা হয়নি শ্রীলঙ্কা দলের। কলম্বোয় দিন পাঁচের অনুশীলনের পর ঢাকায় এসে তারা শুরু করেছে প্রস্তুতি। তবে উদানা মনে করছেন, পর্যাপ্ত প্রস্তুতিই হচ্ছে তাদের।
আগামী ২৩ মে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। ২৫ ও ২৮ মে একই ভেন্যুতে গড়াবে সিরিজের বাকি দুই ম্যাচ।
Comments