উইকেটের ধরন বুঝে নিজের সেরা অস্ত্র বের করবেন উদানা
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে ইসুরু উদানার কদর বুদ্ধিদীপ্ত বোলিংয়ের কারণে। বিপিএল খেলতে এসেও সেই ঝলক দেখিয়েছেন একাধিকবার। স্লোয়ার ডেলিভারিতে ব্যাটসম্যানদের প্রায়ই বিভ্রান্ত করতে পারেন তিনি। বাংলাদেশের বিপক্ষেও ওয়ানডে সিরিজে এই অস্ত্র কাজে লাগিয়ে তিনি পেতে চান সাফল্য।
তারুণ্য নির্ভর শ্রীলঙ্কা দলে একমাত্র ৩৩ পেরুনো ক্রিকেটার উদানা। টি-টোয়েন্টি ক্যারিয়ার অনেক সমৃদ্ধ হলেও ওয়ানডে ক্যারিয়ার তার মাত্র ১৮ ম্যাচের। অবশ্য এতেই এই স্কোয়াডের অভিজ্ঞ বোলারদের একজন তিনি। বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটে খেলার অনেক অভিজ্ঞতা থাকায় তার উপর দলের ভরসাও বেশি।
বৃহস্পতিবার মিরপুর একাডেমি মাঠে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিচ্ছিলেন বাঁহাতি এই পেসার। অনুশীলনের ফাঁকে গণমাধ্যমকে বললেন, ফল নিজেদের পক্ষে আনতে শ্রীলঙ্কার অভিজ্ঞ-তরুণ সবাইকেই সেরা ক্রিকেট খেলতে হবে, ‘আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আমি অভিজ্ঞ বোলার হতে পারি। কিন্তু নির্দিষ্ট দিনে কোনো তরুণ আমার থেকে ভালো করতে পারে। আমার মনে হয়, সবাই মিলে খেলতে হবে, নিজেদের মেলে ধরতে হবে।’
সাফল্য পেতে উদানার হাতে অবশ্য নির্দিষ্ট অস্ত্র আছে। মিরপুরের উইকেটে যা হতে পারে বেশ কার্যকর। উইকেটের ধরন বুঝে তা ব্যবহার করতে মুখিয়ে তিনি, ‘উইকেটের দিকে দেখতে হবে প্রথমে। যখন দেখব উইকেট মন্থর ও পুরনো, তখন আমি এটা ভালো ব্যবহার করতে পারব। চার বছর ধরেই স্লোয়ার করে আসছি। যখন আত্মবিশ্বাস থাকে যে এটা দিলে সাফল্য পাব, তখন ব্যবহার করি।’
Comments