প্রবাসে

লেবাননে ইসরায়েলবিরোধী ফিলিস্তিনিদের উত্তেজনায় বাংলাদেশি নারী গুলিবিদ্ধ

Kulsum Begum.jpg
কুলসুম বেগম। ছবি: পাসপোর্ট থেকে নেওয়া

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবাননে ফিলিস্তিনিদের উত্তেজনায় এক বাংলাদেশি নারীকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহত কুলসুম বেগম (৪১) নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসুন্দর গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।

গত রোববার রাতে লেবাননের সাঈদা জেলা সংলগ্ন হারব এলাকায় এই ঘটনা ঘটে। ইসরায়েলি হামলার প্রতিবাদে স্থানীয় ফিলিস্তিনিদের সমাবেশ থেকে ফাঁকা গুলি ছুঁড়লে তিনিসহ কয়েকজন লেবানিজ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত কুলসুম বেগম বৈরুতের রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালে কুলসুম বেগম এই প্রতিবেদককে জানান, ঘটনার দিন নিয়োগকর্তার বাসায় কাজ শেষে নিজ রুমে ফিরছিলেন। পথিমধ্যে হারব বেকারির সামনে আসলে তিনি গুলিবিদ্ধ হন। বুলেটটি তার বুকের ওপর বাম পাশে আঘাত করে।

পরে স্থানীয় রেডক্রসের সহায়তায় সাঈদা জেলার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ বৈরুতের রফিক হারিরি হাসপাতালে কুলসুম বেগমের চিকিৎসার ব্যবস্থা করে। কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

কুলসুম বেগম ২০১৯ সালে গৃহকর্মীর ভিসায় লেবাননে আসেন। গত ৩ মে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ফ্লাইট বিড়ম্বনার কারণে তার দেশে যাত্রা ব্যাহত হয়।

লেবাননে বাংলাদেশ দূতাবাস গুলিবিদ্ধ কুলসুম বেগমের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানিয়েছে। দূতাবাসের একটি দল হাসপাতালে গিয়ে তার খোঁজখবরও নিয়েছে। 

Comments

The Daily Star  | English

Jamaat rally begins at Suhrawardy Udyan with cultural programme

The first phase of Bangladesh Jamaat-e-Islami's rally at the historic Suhrawardy Udyan in Dhaka began this morning with a cultural programme

1h ago