যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে টানা ১১ দিনব্যাপী হামলার পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।
Gaza.jpg
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় স্বজন হারিয়ে এক ফিলিস্তিনি পরিবারের আর্তনাদ। ছবি: এপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে টানা ১১ দিনব্যাপী হামলার পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।

বার্তা সংস্থা এপি জানায়, ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেট এককভাবে মিশরীয় মধ্যস্থতা প্রস্তাব অনুমোদন করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত হামাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এপি জানায়, ইসরায়েলি মন্ত্রিসভার এ সিদ্ধান্তের তিন ঘণ্টা পর অর্থাৎ স্থানীয় সময় দুপুর ২টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘বাস্তবতা বিচার করে যুদ্ধবিরতি প্রস্তাবনার বিষয়ে জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ইসরায়েলের রাজনৈতিক নেতারা।’

এপি জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্রের কঠিন চাপ প্রয়োগের পর এমন সিদ্ধান্ত এলো।

ইসরায়েলের দাবি, গত ১০ মে থেকে তারা গাজায় হামাসের বিভিন্ন স্থাপনা ও ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক টার্গেট করে শত শত বিমান হামলা চালায়। গাজা উপত্যকা থেকেও ইসরায়েলের আবাসিক এলাকার উদ্দেশে প্রায় চার হাজারের মতো রকেট ছোড়া হয়েছে, যেগুলোর বেশিরভাগই আঘাত হানতে ব্যর্থ অথবা আগেই ঠেকিয়ে দেওয়া হয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরায়েলি বিমান হামলায় বহু শিশু, নারীসহ কমপক্ষে ২৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে, ইসরায়েলে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন:

হামাসের ধারণা ‘দু-একদিনের মধ্যে’ যুদ্ধবিরতি

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ২২৭

গাজায় ইসরায়েলের দশম দিনের হামলা, নিহতের সংখ্যা বেড়ে ২১৮

যুগে যুগে যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা

ইসরায়েলের কাছে ৭৩ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাবে বাইডেনের অনুমোদন

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত ২১২

সন্ত্রাস মানে ইসরায়েল

ইসরায়েলি বোমায় গাজায় প্রতি ঘণ্টায় আহত ৩ শিশু: সেভ দ্য চিলড্রেন

গাজায় অষ্টম দিনে ইসরায়েলের আরও ভারী বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৯২

সপ্তম দিনে ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত

গাজায় এপি ও আল জাজিরার অফিস গুঁড়িয়ে দিলো ইসরায়েল

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৩৭

গাজায় ইসরায়েলের অবিরাম বোমা হামলা, গোলাবর্ষণ

গাজায় স্থল পথে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল

ইসরায়েলকে ‘শিক্ষা দিতে’ পুতিনকে এরদোয়ানের ফোন

আবারও ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজা উপত্যকা

 গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago