ভারতে অর্ধেক মানুষ মাস্ক পরে না: স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরিপ

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জরিপে দেখা গেছে, দেশটির ৫০ শতাংশ মানুষ মাস্ক পরে না।
মাস্ক ছাড়াই বাইরে চলাফেরা করছেন ভারতীয় কয়েকজন। ১৮ মে ২০২১। ছবি: দ্য টেলিগ্রাফ

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জরিপে দেখা গেছে, দেশটির ৫০ শতাংশ মানুষ মাস্ক পরে না।

আজ শুক্রবার হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন বলা হয়েছে, গতকাল দেশের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে মিডিয়া ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লাভ আগরওয়াল এই তথ্য জানান।

ফেসিয়াল মাস্ক বিষয়ে দেশটির ২৫টি শহরের দুই হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে এই তথ্য পাওয়া গেছে।

জরিপের তথ্য মতে, ৫০ শতাংশ মানুষ মাস্ক পরেন না। বাকি যারা পরেন, তাদের মধ্যে ৬৪ শতাংশ মুখ ঢাকলেও নাক ঢাকেন না, ২০ শতাংশ এটি চিবুক বা থুতনির ওপর রাখেন, দুই শতাংশ রাখেন ঘাড়ের ওপর ও মাত্র ১৪ শতাংশ মানুষ সঠিকভাবে মাস্ক পরেন, যারা নাক, মুখ ও থুতনি ঢেকে রাখেন।

এনডিটিভির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত দুই কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১ জনকে শনাক্ত করা হয়েছে, মারা গেছেন দুই লাখ ৯১ হাজার ৩৩১ জন এবং সুস্থ হয়েছেন দুই কোটি ২৭ লাখ ১২ হাজার ৭৩৫ জন।

আরও পড়ুন:

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪২০৯, শনাক্ত ২ লাখ ৫৯ হাজার ৫৫১

Comments

The Daily Star  | English
Gold price in Bangladesh

Gold to hit close to Tk 130,000 per bhori for first time

The price of gold will increase by 2.8 percent from the previous rate of Tk 126,321 a bhori, which has been effective since September 2.

1h ago