লালমনিরহাটে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পবিত্র চন্দ্র বর্মণ (৪৬) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের মোক্তারপাড়ায় তার বাড়ির পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আজ দুপুরে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। পবিত্র চন্দ্র বর্মণ মোক্তারপাড়ার খগেন্দ্র নাথ রায়ের ছেলে। তিনি স্থানীয় দৈখাওয়া বাজারে ব্যবসা করেন।
পবিত্র চন্দ্র বর্মণের প্রতিবেশীরা জানিয়েছেন, আজ সকালে পুকুর পাড়ের একটি গাছে পবিত্র বর্মণের মরদেহ ঝুলতে দেখে থানায় জানানো হয়।
এরশাদুল আলম আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বোঝা যাবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে।’
Comments