স্যাটেলাইট বিল পরিশোধ না করায় এসএটিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ

বকেয়া বিল পরিশোধ না করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

বকেয়া বিল পরিশোধ না করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

কোম্পানির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ আজ শুক্রবার দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এসএটিভি ও চ্যানেল নাইনকে বকেয়া টাকা পরিশোধে কয়েকবার তাগাদা দেওয়ার পরও তা পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রাত থেকে তাদের স্যাটেলাইট সেবা থেকে সম্প্রচার বন্ধ করা হয়। বকেয়া বিল আদায়ে কোম্পানি এখন থেকে কঠোর অবস্থানে রয়েছে।’

এসএটিভি ইতোমধ্যে বকেয়া বিল পরিশোধ করার উদ্যেগে নিয়েছে এবং চ্যানেল নাইনও দ্রুত বিল পরিশোধ করবে জানিয়ে শাহজাহান মাহমুদ আরও বলেন, ‘আজ দুপুরের মধ্যে এসএটিভির সম্প্রচার সংযোগ দেওয়া হবে। বিল পরিশোধ করার পরপরই চ্যানেল নাইনের সম্প্রচার সংযোগও দেওয়া হবে।’

বর্তমানে ৩২টি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও চারটি সরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’র মাধ্যমে তাদের সম্প্রচার চালাচ্ছে বলে জানান কোম্পানি চেয়ারম্যান। এ ছাড়া, ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) সেবাও দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’র মাধ্যমে।

শাহজাহান মাহমুদ বলেন, ‘সম্প্রতি আমরা সিদ্ধান্ত নিয়েছি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সেবা নেওয়া সব চ্যানেল গত ডিসেম্বর নাগাদ বকেয়া বিল পরিশোধ না করলে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। অনেকে চ্যানেলই বকেয়া বিল পরিশোধ করেছে। প্রতি মাসে এ বিল পরিশোধ করার কথা থাকলেও কোম্পানি নমনীয়তা দেখিয়েছে। তবে, এখন থেকে বিল আদায়ে কোম্পানি আরও কঠোর হবে।’

তাৎক্ষণিকভাবে এ দুই বেসরকারি টেলিভিশন কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English
Garment factory owners revise minimum wage upwards to Tk 12,500

Workers’ minimum wage to be reviewed

In an effort to bring normalcy back to the industries, the government will review the workers’ wage through the minimum wage board, the interim government has decided.

2h ago