ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আর কোন প্রশ্ন শুনতে চান না তামিম

Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে বারবার প্রশ্ন উঠায় বিরক্ত তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক এই বিষয়ে তাকে আর প্রশ্ন না করতে  সাংবাদিকদের অনুরোধ করেছেন। বর্তমান অ্যাপ্রোচে সাফল্য পাচ্ছেন বলেও ধারণা তার। 

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তামিমের স্ট্রাইকরেট ও ব্যাটিং অ্যাপ্রোচ বরাবরই প্রশ্নবিদ্ধ। ধারাবাহিকভাবে রান পেলেও পরিস্থিতি বিচারে তা দলের কতটা চাহিদা মেটাচ্ছে, তা নিয়ে আলোচনা হয় বিস্তর।

শুক্রবার শ্রীলঙ্কা সিরিজের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও অবধারিতভাবে উঠেছিল এই প্রশ্ন। তবে জবাবটা দিয়ে প্রশ্নের পথ বন্ধ করার অনুরোধ জানালেন তিনি, ‘আমার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে মনে হয় আমি অনেক কথা বলেছি। অনেকবারই বলেছি। এটা কখনোই থামবার নয়, প্রশ্ন আসতেই থাকে। আমি কোন অ্যাপ্রোচে খেলব…যে অ্যাপ্রোচে খেলে আসছি গত চার-পাঁচ বছর ধরে, ওই অ্যাপ্রোচেই খেলতে থাকব, কারণ আমি খুবই সফল।’

‘আর এটা নিয়ে আসলে আমার ভবিষ্যতেও কিছু বলার নেই। যথেষ্ট বলেছি এটা নিয়ে। সবার কাছে অনুরোধ করছি আবার এই প্রশ্ন না করতে।’

সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান তামিমের রান পাওয়ার কথা বললেও মন্থর ব্যাটিংয়ের কথাও জানান দেয়। গত পাঁচ বছরে  ওয়ানডেতে বিশ্বের ওপেনারদের মধ্যে রান সংগ্রাহকদের মধ্যে সেরা দশে আছেন তামিম। এই সময়ে ৫১.৬৭ গড়ে করেছেন ২৭৩৯ রান। তবে এদের মধ্যে তামিমের স্ট্রাইকরেটই (৭৮.৬৮) সবচেয়ে কম।

এই সময়ে কমপক্ষে ২ হাজার রান করেছেন এমন ওপেনারদের মধ্যে আশির নিচে স্ট্রাইকরেট কেবল তামিমেরই। এমনকি আয়ারল্যান্ডের পল স্টার্লিং ৮৪.১৫ স্ট্রাইকরেট নিয়ে তার থেকে এগিয়ে আছেন অনেকটাই।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

1h ago