বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এবার শেয়ার ব্যবসায়

এবার শেয়ার ব্যবসায় যুক্ত হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্রোকারেজ হাউস পরিচালনার জন্য সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস ইতোমধ্যেই ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেটের (ট্রেক) জন্য অনুমোদন পেয়েছে।
Sakib-1.jpg
মোনার্ক হোল্ডিংসের চেয়ারম্যান হিসেবে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

এবার শেয়ার ব্যবসায় যুক্ত হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্রোকারেজ হাউস পরিচালনার জন্য সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস ইতোমধ্যেই ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেটের (ট্রেক) জন্য অনুমোদন পেয়েছে।

কোম্পানির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সাকিব মোনার্ক হোল্ডিংসের চেয়ারম্যান।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাকিবের মোনার্ক হোল্ডিংসসহ মোট ৩০টি প্রতিষ্ঠানকে শেয়ার কেনা-বেচার জন্য ট্রেক সনদ দিয়েছে।

নতুন ৫৪টি ট্রেক সনদ ইস্যুর জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিএসইসিতে প্রস্তাব পাঠায়। এর মধ্যে প্রাথমিকভাবে ৩০টি ট্রেক সনদের অনুমোদন দেয় বিএসইসি।

নতুন ট্রেক সনদ পাওয়া কোম্পানিগুলো হচ্ছে- কবির সিকিউরিটিজ, মোনার্ক হোল্ডিংস, সোহেল সিকিউরিটিজ, আরএকে ক্যাপিটাল, যমুনা ব্যাংক সিকিউরিটিজ, স্নিগ্ধা ইক্যুইটিজ, ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ কোম্পানি, সাউথ এশিয়া সিকিউরিটিজ, ট্রাই স্টার সিকিউরিটিজ, থ্রি সিকিউরিটিজ, সোনালী সিকিউরিটিজ, কেডিএস শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ, আল হারামাইন সিকিউরিটিজ, মীর সিকিউরিটিজ, টিকে শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ, এনআরবি ব্যাংক সিকিউরিটিজ, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট, আমায়া সিকিউরিটিজ, প্রুডেনশিয়াল ক্যাপিটাল, তাফাকুল ইসলামিক সিকিউরিটিজ, বিএনবি সিকিউরিটিজ, অগ্রণী ইন্স্যুরেন্স সিকিউরিটিজ, মাহিদ সিকিউরিটিজ, বারাকা সিকিউরিটিজ, এএনসি সিকিউরিটিজ, এসএফআইএল সিকিউরিটিজ, তাসিয়া সিকিউরিটিজ, ডাইন্যাস্টি সিকিউরিটিজ, ক্রিস্টাল সিকিউরিটিজ ও ট্রেড এক্স সিকিউরিটিজ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago