যুদ্ধবিরতির পরও আল-আকসায় ইসরায়েলি হামলা, আহত ২০

ISRAEL-PALESTINIANS.jpg
যুদ্ধবিরতির পরও আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। ছবি: রয়টার্স

জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার যুদ্ধবিরতির পর এ ঘটনা ঘটে।

আলজাজিরা জানায়, মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই আবারও জেরুজালেমে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি উদযাপন করতে জড়ো হন। সেখানে ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়েছে ইসরায়েলি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার নামাজের পর হামাস ও ইসরায়েলি সরকারের মধ্যে যুদ্ধবিরতি উদযাপন করতে অনেক ফিলিস্তিনি প্রাঙ্গণে অবস্থান করেছিলেন।

পূর্ব জেরুজালেম থেকে আলজাজিরার প্রতিবেদক বলেন, ‘তারা গান গাচ্ছিলেন এবং চিৎকার করছিলেন। এসময় পাশের একটি প্রাঙ্গণ থেকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের উদযাপনের প্রাঙ্গণে চলে আসে এবং তাদের ওপর হামলা চালায়। পুলিশ তাদের ওপর স্টান গ্রেনেড, স্মোক বোমা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়তে শুরু করে।’

ISRAEL-PALESTINIANS-JERUSALEM-1.jpg
ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়েছে ইসরায়েলি পুলিশ। ছবি: রয়টার্স

জেরুজালেমের পুরাতন শহরের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি পুলিশের হামলায় প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্যালেস্টেনিয়ান রেড ক্রিসেন্ট। এক বিবৃতিতে গ্রুপটি জানায়, গুরুতর আহত দুজনকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

গত ১১ দিনে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ৬৬ জন শিশুসহ ২৪৩ জন ফিলিস্তিনি মারা গেছেন। অন্যদিকে, হামাসের পাল্টা হামলায় দুজন শিশুসহ ১২ জন ইসরায়েলি মারা গেছেন।

আরও পড়ুন:

হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি: কিন্তু তারপর কী?

যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের

হামাসের ধারণা ‘দু-একদিনের মধ্যে’ যুদ্ধবিরতি

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ২২৭

গাজায় ইসরায়েলের দশম দিনের হামলা, নিহতের সংখ্যা বেড়ে ২১৮

যুগে যুগে যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা

ইসরায়েলের কাছে ৭৩ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাবে বাইডেনের অনুমোদন

গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত ২১২

সন্ত্রাস মানে ইসরায়েল

ইসরায়েলি বোমায় গাজায় প্রতি ঘণ্টায় আহত ৩ শিশু: সেভ দ্য চিলড্রেন

গাজায় অষ্টম দিনে ইসরায়েলের আরও ভারী বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৯২

সপ্তম দিনে ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত

গাজায় এপি ও আল জাজিরার অফিস গুঁড়িয়ে দিলো ইসরায়েল

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৩৭

গাজায় ইসরায়েলের অবিরাম বোমা হামলা, গোলাবর্ষণ

গাজায় স্থল পথে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল

ইসরায়েলকে ‘শিক্ষা দিতে’ পুতিনকে এরদোয়ানের ফোন

আবারও ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজা উপত্যকা

 গাজায় ইসরায়েলের বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

5h ago