নওগাঁ

বদলগাছীতে ভটভটি উল্টে নিহত ২

Naogaon MAP_DS
স্টার অনলাইন গ্রাফিক্স

নওগাঁয় বদলগাছীতে ধানবোঝাই ভটভটি উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভটভটি চালক গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বদলগাছী উপজেলার চকদৌলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ভগবানপুর গ্রামের ভুট্ট মিয়ার ছেলে আবদুল মজিদ (২৮) ও কাশিমালা গ্রামের মৃত দছির উদ্দিনের ছেলে লিটন হোসেন (৩৬)।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে ধানবোঝাই ভটভটিতে চড়ে চার শ্রমিক ভান্ডারপুর বাজারের দিকে নিয়ে যাচ্ছিলেন। পথে চকদৌলিয়া গ্রামের মতিউর রহমানের বাড়ির সামনে ভটভটিটি উল্টে পুকুরে পড়ে যায়। এসময় অন্যরা লাফ দিয়ে রক্ষা পেলেও দুই শ্রমিক পুকুরের পানিতে ধানের বস্তার নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা এসে তাদের মরদেহ উদ্ধার করেন। এ সময় গুরুতর চালককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।’

নিহত দু’জন ধান কেনা-বেচার শ্রমিক ছিলেন বলেও জানা তিনি।

Comments

The Daily Star  | English
taka weakens against us dollar in Bangladesh

Currency paradox: Why is Bangladesh Bank buying dollars? 

Taka gains spark BB intervention, foiling further dollar decline

1h ago