দুই সপ্তাহ চলতে পারে এবারের বাজেট অধিবেশন

সংসদ ভবন
ফাইল ফটো

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ও ন্যূনতম সংসদ সদস্যদের অংশগ্রহণে জাতীয় সংসদে এ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান আজ শুক্রবার দ্য ডেইলি স্টারকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, 'সব ধরণের স্বাস্থ্যবিধি বজায় রেখে বাজেট অধিবেশন প্রায় দুই সপ্তাহ চলবে।'

তিনি আরও বলেন, 'করোনার চলমান দ্বিতীয় ঢেউয়ের কারণে বাজেট অধিবেশন যতটা সম্ভব সংক্ষিপ্ত করা হবে। এ অধিবেশনে বাজেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম ছাড়া আর কিছু আলোচনা হবে না।'

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ২ জুন বিকাল ৫টায় শুরু হবে এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল পরদিন ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।

এটি চলতি সংসদের ১৩তম অধিবেশন হবে।

সাধারণত, বাজেট অধিবেশন ৩০ থেকে ৩৫ কার্যদিবস ধরে চলে এবং সাধারণত বাজেটে ৫৫ থেকে ৬০ ঘণ্টা পর্যন্ত আলোচনা হয়।

করোনার কারণে গত বছর চলতি সংসদের সর্বশেষ বাজেট অধিবেশন মাত্র নয় কার্যদিবসে শেষ করা হয়েছিল যা বাংলাদেশ জাতীয় সংসদের সাম্প্রতিক ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন ছিল।

সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা কেবল করোনা নেগেটিভ হলেই বাজেট অধিবেশনটিতে অংশ নিতে পারবেন। সংসদের সিনিয়র সদস্যদের বয়স বিবেচনা করে অধিবেশনে অংশ না নিতে পরামর্শ দেওয়া হবে।

সূত্র আরও জানায়, ৮০ থেকে ৯০ জন সংসদ সদস্যদের নিয়ে বাজেট অধিবেশন চলবে যেন তারা স্বাস্থ্য নির্দেশিকা মেনে দূরত্ব বজায় রাখতে পারেন।

আইন অনুযায়ী, সংসদ অধিবেশন বসার জন্য কোরাম নিশ্চিত করতে ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৬০ জন সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

7h ago