দর্শনা দিয়ে দেশে ফিরলেন ভারতে আটকে পড়া আরও ৮১ জন

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও ৮১ জন বাংলাদেশি। তবে, এই ৮১ জনের মধ্যে কারো করোনা শনাক্ত হয়নি।
দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশনে ভারতফেরতদের কাগজপত্র যাচাই করা হচ্ছে। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও ৮১ জন বাংলাদেশি। তবে, এই ৮১ জনের মধ্যে কারো করোনা শনাক্ত হয়নি।

চুয়াডাঙ্গা জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার ফেরত আসা বাংলাদেশিদের নির্ধারিত পরিবহনযোগে চুয়াডাঙ্গা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), সদর হাসপাতাল ও স্থানীয় তিনটি আবাসিক হোটেলে নেওয়া হয়েছে। সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন।

এ নিয়ে গত পাঁচ দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৪১৫ জন বাংলাদেশি দেশে ফিরলেন বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা।

দর্শনার জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) আব্দুল আলিম জানান, ভারতের কোলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে দেশে ফিরেছেন তারা।

তিনি জানান, উপ-দূতাবাসের হিসেব মতে ৪০৩ জন বাংলাদেশির দেশে আসার কথা ছিল। তবে, এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এই কর্মকর্তা আরও জানান, যারা এই মুহূর্তে ফিরছেন তাদের অধিকাংশ চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। এছাড়া, তাদের মধ্যে কিছু শিক্ষার্থীও আছেন। তারা ভেবেছিলেন হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু, পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় তারা ফিরে আসছেন।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

Journalists Mozammel Babu, Shyamal Dutta detained from Mymensingh border

Journalists Mozammel Babu, Shyamal Dutta and two other persons were detained while trying to enter India illegally through Dhobaura border in Mymensingh today

2h ago