নেপালের সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী
মন্ত্রিসভার মধ্যরাতের সুপারিশ অনুযায়ী আজ শনিবার ভোরে নেপালের সংসদ ভেঙে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী।
এর ফলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ২০২০ সালের ডিসেম্বরের সিদ্ধান্তের প্রতিফলন ঘটলো। দেশটির সুপ্রিম কোর্ট তখন তাদের সেই সিদ্ধান্ত নাকচ করে দিয়েছিল।
নেপালের দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি আজ রাষ্ট্রপতির কার্যালয়কে সংসদ ভেঙে দেওয়ার এবং শিগগির নির্বাচনের তারিখ ঘোষণার সুপারিশ করেন।
রাষ্ট্রপতির কার্যালয় আজ এক বিবৃতিতে ঘোষণা করে যে, সংবিধানের ৭৬ (৭) অনুচ্ছেদ অনুসারে প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়া হয়েছে।
ওই অনুচ্ছেদ অনুযায়ী ছয় মাসের মধ্যে নির্বাচন করার তারিখও নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এবং ১৯ নভেম্বর আগাম নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন রাষ্ট্রপতি।
এর আগে প্রধানমন্ত্রী অলি ও বিরোধী নেতা শের বাহাদুর দেউবা প্রধানমন্ত্রীত্বের দাবি উত্থাপন করলে কারও প্রতি আস্থা অর্জনের পর্যাপ্ত কারণ নেই উল্লেখ করে রাষ্ট্রপতি তা প্রত্যাখ্যান করেন।
Comments