ইসরায়েল-ফিলিস্তিন আলাদা রাষ্ট্র করাই একমাত্র সমাধান: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা পুনর্নির্মাণের প্রচেষ্টা সংগঠিত করতে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনকে একটি আলাদা রাষ্ট্র করাই এই দ্বন্দ্বের একমাত্র সমাধান।
বার্তা সংস্থা এএফপির বরাতর দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাইডেন আরও বলেন, তিনি ইসরায়েলিদের জেরুজালেমের ফ্ল্যাশপয়েন্ট নগরীতে ‘আন্ত:সাম্প্রদায়িক দাঙ্গা’ বন্ধ করতে বলেছিলেন।
তবে তিনি জোর দিয়ে বলেছেন, ‘ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমার যে প্রতিশ্রুতি, তার কোনো পরিবর্তন নেই।’
তিনি আরও বলেন, এই অঞ্চলে ‘পরিষ্কারভাবে’ ইসরায়েলের অস্তিত্ব স্বীকার না করা পর্যন্ত ‘শান্তি আসবে না’।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অবসানের লক্ষ্যে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনকেও একটি সর্বোভৌম রাষ্ট্র ও জেরুজালেমকে উভয় দেশের রাজধানী করে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ধারণাটি কয়েক দশকের আন্তর্জাতিক কূটনীতির ভিত্তি ছিল।
ফিলিস্তিনিদের উপেক্ষা করে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন নীতি সমালোচনার মুখে পড়ে।
মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের জন্য ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার কর্তৃক দ্বি-রাষ্ট্রীয় সমাধানের একটি পরিকল্পনা করা হয়েছিল।
তবে সেখানে সীমিত সার্বভৌমত্বের মধ্য দিয়ে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের পরিকল্পনা ছিল, যেখানে ইসরায়েল ফিলিস্তিনের নিরাপত্তার বিষয়টি দেখবে।
ফিলিস্তিনি নেতারা সেই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন।
বাইডেন গতকাল শুক্রবার পূর্ণ স্বাধীন দুটি রাষ্ট্র গঠনের ব্যাপারে জোর দিয়েছেন।
বাইডেন বলেন, ‘আমি বলছি কী কী পরিবর্তন হতে পারে। পরিবর্তনটি হলো- আমাদের এখন একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান দরকার। এটিই একমাত্র সমাধান, একমাত্র সমাধান।’
Comments