রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে নারী সাংবাদিকদের প্রতীকী অনশন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে প্রতীকী অনশন করেছেন বিভিন্ন গণমাধ্যমের নারী সাংবাদিকরা। আজ শনিবার সকাল ১১টায় রাজধানীর সেগুন বাগিচা এলাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে তাদের এই কর্মসূচি শুরু হয়।
DRU_Fasting_22May21.jpg
সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে প্রতীকী অনশন করেন নারী সাংবাদিকরা। ছবি: রাফিউল ইসলাম/স্টার

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে প্রতীকী অনশন করেছেন বিভিন্ন গণমাধ্যমের নারী সাংবাদিকরা। আজ শনিবার সকাল ১১টায় রাজধানীর সেগুন বাগিচা এলাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে তাদের এই কর্মসূচি শুরু হয়।

তারা বলেন, রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। জামিন পাওয়া তার অধিকার, করুণা নয়। রোজিনা ইসলাম দেশে অনুসন্ধানী সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র। তাকে কারাগারে বন্দি রাখার অর্থ হলো অনুসন্ধানী সাংবাদিকতাকে হত্যার প্রয়াস।

এ সময় বক্তারা তিন দফা দাবি জানান। সাংবাদিক রোজিনা ইসলামকে জামিন দিতে হবে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং তাকে হেনস্তাকারীদের বিচারের আওতায় আনতে হবে। 

নারী সাংবাদিক শামীমা দৌলা বলেন, ‘দুর্নীতিবাজ কর্মকর্তা আমাদের এখন অনুসন্ধানী সাংবাদিকতা শেখাচ্ছেন। আপনাদের প্রেস রিলিজ ছাপানোই কি সাংবাদিকতা?’

সাংবাদিক রুমানা জামান বলেন, ‘রোজিনা ইসলাম এমন কোনো অপরাধ করেননি যার জন্য তাকে আটকে রাখতে হবে। যারা দুর্নীতি করছেন, তাদের ধরে জেলে পুড়ুন।’

সাজিদা ইসলাম পারুল বলেন, ‘শুধুমাত্র রোজিনা ইসলামের মুক্তি না, তার বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার এবং যারা তাকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

আসমা আক্তার নূপুর বলেন, ‘রোজিনার সঙ্গে অন্যায় করা হয়েছে। এই অন্যায়ের প্রতিকার চাই।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

11h ago