চাঁদপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
চাঁদপুরের হাইমচরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন--হাইমচরের মো. রাকিব (২২), মো. শাহ জালাল (১৯) ও লক্ষ্মীপুর জেলার মো. হাসান (১৮)।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, গতকাল শুক্রবার অটোরিকশায় করে বোনের বাড়ি যাওয়ার সময় কিশোরীকে অটোরিকশাচালক হাসানসহ অপর অভিযুক্তরা রাস্তার পাশে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে হাইমচর থানায় শনিবার তিন জনকে আসামি করে মামলা করেন।
ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।
Comments