মেহেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিকের জামিন
মেহেরপুরের গাংনী উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক আল আমিন হোসেনকে জামিন দিয়েছেন আদালত। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি।
আজ শনিবার দুপুরে মেহেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহার জামিন আবেদনের শুনানি শেষে তাকে জামিন দেন।
মেহেরপুরের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জামান আসাদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাংবাদিক আল আমিন হোসেনকে দুপুর ১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিকেল সাড়ে ৫টার দিকে আদালত জামিন দেন।
গত বছরের ১৩ মে মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন বাদি হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সেই মামলায় আজ শনিবার ভোরে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে আল আমিন হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মামলায় স্থানীয় পত্রিকা ‘মেহেরপুর প্রতিদিন’এর প্রকাশক এ এস এম ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও আল আমিনকেও আসামি করা হয়। গত বছরের ১১ মে মেহেরপুর প্রতিদিন পত্রিকায় গাংনীর সাবেক এমপি মকবুলের বিরুদ্ধে একটি বাড়ি ২৬ বছর দখল করে রাখার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপরই মামলা হয়।
Comments