করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও ৫০ লাখ ডলার দেবে অস্ট্রেলিয়া
বাংলাদেশে করোনা মোকাবিলায় অতিরিক্ত ৫০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন। আজ শনিবার ঢাকায় অস্ট্রেলিয়া হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, এই অতিরিক্ত ৫০ লাখ অস্ট্রেলিয়ান ডলার ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দ্য রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি'র (আইএফআরসি) মাধ্যমে সরবরাহ করা হবে। করোনা মোকাবিলায় অক্সিজেনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি কিনতে ও বিতরণ করতে এই অর্থ ব্যবহার হবে।
গত বছর ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, করোনা সচেতনতা প্রচারণা এবং জরুরী খাদ্য ও আয় সহায়তা দিতে বাংলাদেশকে ৫০ লাখ ৭০ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেওয়ার ঘোষণা দিয়েছিল দেশটি।
অস্ট্রেলিয়া হাইকমিশন জানায়, বিশ্বব্যাপী নিরাপদ ও কার্যকরভাবে করোনা টিকা সরবরাহ বৃদ্ধি করতে অস্ট্রেলিয়া কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে কোভ্যাক্সকে আট কোটি অস্ট্রেলিয়ান ডলারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর সুবিধা বাংলাদেশও পাবে।
অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেন, 'বাংলাদেশের পুরনো বন্ধু হিসেবে অস্ট্রেলিয়া করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেন আমাদের এ অঞ্চল নিরাপদ, স্থিতিশীল, সমৃদ্ধ ও সহিষ্ণু থাকতে পারে। এ মহামারি মোকাবিলায় অস্ট্রেলিয়া ও আমাদের অংশীদাররা বাংলাদেশের সঙ্গে আছে।'
Comments