নড়াইলে ৮৫ বছরের নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ
নড়াইলের কালিয়া উপজেলায় ৮৫ বছর বয়সী সালেহা বেগমকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রাত একটার দিকে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সালেহা বেগম কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের নুরুল খন্দকারের স্ত্রী।
নিহতের পরিবারের অভিযোগ, সালেহা বেগমের ছেলে আরিফ খন্দকার হত্যা মামলার আসামিরা তার মাকে পুড়িয়ে মেরেছে।
এ ঘটনার পর থেকে ওই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে। তবে, সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।’
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে পুড়ে একজন অসুস্থ বৃদ্ধা নিহতে হয়েছেন। তাদের প্রতিপক্ষ সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Comments