ছেলের সামনে বাবাকে হত্যা: প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

পল্লবীর আলোচিত সাহিনুদ্দিন হত্যা মামলার মূল আসামি মো. মনির ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
dead body
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পল্লবীর আলোচিত সাহিনুদ্দিন হত্যা মামলার মূল আসামি মো. মনির ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘পল্লবীর সাইনুদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নং আসামি ও ভিডিও ফুটেজে মাথায় উপর্যুপরি কুপিয়ে হত্যা নিশ্চিতকারী অন্যতম আসামি মো. মনির পল্লবীর ২২তলা গার্মেন্টসের পেছনে ঈদগাহ মাঠের পাশে অবস্থান করছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গতকাল রাত ৮টা ৫০ মিনিটে গ্রেপ্তার করতে সক্ষম হয়।’

এতে আরও বলা হয়েছে, ‘পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধার অভিযানের সময় আজ ভোররাত ২টা ১৫ মিনিটে পল্লবীর সাগুফতা হাউজিং এলাকায় ডিবি পল্লবী জোনাল টিমের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির সময় নিহত হয় মনির।’

‘ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ ঘটনায় ডিবির দুই সদস্য আহত হয়েছেন।’

আরও পড়ুন:

ছেলের সামনে বাবাকে হত্যা: পল্লবীতে ‘বন্দুকযুদ্ধে’ এক আসামি নিহত

ছেলের সামনে বাবাকে হত্যা: সাবেক এমপি আউয়াল গ্রেপ্তার

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago