বিধিনিষেধ বাড়ল ৩০ মে পর্যন্ত, অর্ধেক যাত্রী নিয়ে চলবে আন্তঃজেলা বাস
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিধি-নিষেধের মেয়াদ ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, অর্ধেক যাত্রী নিয়ে আন্তঃজেলা গণপরিবহন চলাচল করবে।
মন্ত্রীপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে আরও বলা হয়, আন্তঃজেলাসহ সব ধরনের পণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে, অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতে আসন সংখ্যার অর্ধেক ভোক্তাদের সেবা দেওয়া যাবে।
তবে ট্রেন ও লঞ্চ চলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
গত ১৬ মে করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান বিধি-নিষেধ ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। সে সময় বলা হয়েছিল, সরকারের রাজস্ব আদায়ে সম্পৃক্ত সব দপ্তর, জরুরি পরিসেবা বিধি-নিষেধের আওতামুক্ত থাকবে। খাবার হোটেলগুলো কেবল বিক্রয় ও সরবরাহ করতে পারবে।
আরও পড়ুন
২৩ মে পর্যন্ত বিধি-নিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন, চলবে না দূরপাল্লার বাস-ট্রেন-লঞ্চ
বিধি-নিষেধ বাড়ছে ২৩ মে পর্যন্ত, প্রজ্ঞাপন কাল: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
বিধি-নিষেধের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ল
বিধি-নিষেধের মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ল
২২-২৮ এপ্রিল ‘কঠোর’ লকডাউন
Comments