ঈদযাত্রায় ৬ বছরে এবার সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা ৩১৮টি

এ বছর ঈদযাত্রায় গত ছয় বছরের তুলনায় সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন। ২৩ মে ২০২১। ছবি: তুহীন শুভ্র অধিকারী/স্টার

এ বছর ঈদযাত্রায় গত ছয় বছরের তুলনায় সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

আজ রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য জানিয়েছে।

সংগঠনটির মতে, এ বছর ঈদুল ফিতরে ১৫ দিনের ছুটিতে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে অন্তত ৩১৮টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৩২৩ জন এবং আহত হয়েছেন ৬২২ জন।

গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা দুই বেড়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত ছয় বছরে এটি সর্বোচ্চ দুর্ঘটনা এবং নিহত হওয়ার সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

সংগঠনটির হিসাবে, ২০১৬ সালে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা ঘটেছিল ১২১টি। এতে নিহত হয়েছিলেন ১৮৬ জন ও আহত হয়েছিলেন ৭৪৬ জন।

২০১৭ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ২০৫টি। এতে নিহত হয়েছিলেন ২৭৪ জন ও আহত হয়েছিলেন ৮৪৮ জন।

২০১৮ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ২৭৭টি। এতে নিহত হয়েছিলেন ৩৩৯ জন ও আহত হয়েছিলেন ১২৬৫ জন।

২০১৯ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ২৩২টি। এতে নিহত হয়েছিলেন ২৭৩ জন ও আহত হয়েছিলেন ৮৪৯ জন।

২০২০ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল ১৪৯টি। এতে নিহত হয়েছিলেন ১৬৮ জন ও আহত হয়েছিলেন ২৮৩ জন।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Comments

The Daily Star  | English
Gazipur factory fire September 2024

Column by Mahfuz Anam: Business community's voice needed in the interim government

It is necessary for keeping the wheels of growth running and attracting foreign investment in the new Bangladesh.

11h ago