টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কা দলে করোনাভাইরাসের হানায় সকালে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে তা কাটিয়ে শুরু হচ্ছে খেলা। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশে রেখেছে তিন পেসার। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন। সাত নম্বরে খেলানোর ভাবনায় একাদশে রাখা হয়েছে আফিফ হোসেনকে।
মেহেদী হাসান মিরাজের সঙ্গে সাকিব আল হাসান ফেরায় স্পিন শক্তিতেও পরিপূর্ণ তামিম ইকবালের দল।
শ্রীলঙ্কা তাদের একাদশে রেখেছে দুই পেসার। গতিময় দুশমন্ত চামিরার সঙ্গে আছেন বাঁহাতি ইশুরু উদানা। উদানার খেলা নিয়ে অবশ্য সকালে ধোঁয়াশা তৈরি হয়েছিল। খেলার আগে কোভিড-১৯ পরীক্ষায় উদানাসহ শ্রীলঙ্কার তিনজনের করোনা পজিটিভ খবর পাওয়া যায়। আরেক দফা পরীক্ষায় নেগেটিভ আসে উদানা ও পেস বোলিং কোচ চামিন্দা ভাসের।
তবে ফের পজিটিভ আসায় পেসার শিরান ফার্নান্দোকে রাখা হয়েছে আইসোলেশনে।
একজন খেলোয়ায় কোভিড-১৯ পজিটিভ থাকলেও আইসিসির গাইডলাইন অনুযায়ী খেলা চালিয়ে যেতে কোন বাধা নেই।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: কুসল পেরেরা, দানুশকা গুনাথিলেকা, পাথুম নিশানকা, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আসেন বান্দারা ওয়েইন্দু হাসারাঙ্গা, ইশুরু উদানা, লাকসান সান্দাকান, দুশমন্ত চামিরা।
Comments