আন্তঃনগর ও লোকাল ট্রেন চালু হচ্ছে কাল

train-1.jpg
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

আগামীকাল থেকে ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। আজ রোববার দুপুরে রেল ভবনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি জানান।

রেলমন্ত্রী বলেন, যেহেতু আন্তঃজেলা বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে ৫৬টি আন্তঃনগর ও ১৮টি লোকাল ট্রেন (আপ-ডাউন) চালু হবে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আজ বিধি-নিষেধের মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে মন্ত্রীপরিষদ বিভাগ।

নতুন নির্দেশনা অনুযায়ী, আন্তঃজেলাসহ সব ধরনের পণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে, অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। এ ছাড়া, হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতে আসন সংখ্যার অর্ধেক ভোক্তাদের সেবা দেওয়া যাবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, আগামীকাল থেকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার বাস চলবে। করোনা পরিস্থিতির কারণে পূর্বের ভাড়ার চেয়ে ৬০ শতাংশ বাড়িয়ে যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল, সেই ভাড়া নেওয়া হবে।

Comments