মানিকগঞ্জের সাটুরিয়ায় ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
মানিকগঞ্জের সাটুরিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ দুপুর ২টার দিকে সাটুরিয়া উপজেলার কামতা এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার এএসপি উনু মং দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়া উপজেলার কামতা এলাকায় অভিযান চালিয়ে মনোয়ার হোসেনের ব্যবহৃত মোটরসাইকেলের টুলবক্স থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ র্যাব কার্যালয়ে আনা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর তাকে বিকেল সাড়ে পাঁচটার দিকে সাটুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
গ্রেপ্তার মনোয়ার হোসেন (৩৫) স্থানীয় ধানকোড়া ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডের সদস্য বলেও জানান তিনি।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে যে তিনি দোষী তা নয়। মামলায় দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
Comments