দর্শনা চেকপোস্ট দিয়ে ফিরলেন ৮৮ জন, আজও একজনের করোনা শনাক্ত
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে আজ রবিবার দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও ৮৮ বাংলাদেশি। এদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত সাত দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৫৪৭ জন বাংলাদেশি দেশে ফিরলেন।
চুয়াডাঙ্গা জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব বাংলাদেশিরা দর্শনা চেকপোস্টে প্রবেশের পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেকের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছেন।
তিনি আরও জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশের অভিবাসন শাখা (ইমিগ্রেশন) ও শুল্ক বিভাগের (কাস্টমস) আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে তাদের নির্ধারিত পরিবহনযোগে ৮২ জনকে কুষ্টিয়া, একজনকে ঝিনাইদহে, দুই জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে, একজনকে চুয়াডাঙ্গার হোটেল শয়ন বিলাশে ও দুই জনকে হোটেল ড্রিম গার্ডেন আবাসিক হোটেলে নিয়ে গেছে। সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবেন।
দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) আব্দুল আলিম দ্য ডেইলি স্টারকে জানান, চেকপোস্টে বড় ধরনের কোনো অসুবিধা হচ্ছে না। যতদিন আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরবেন ততদিন চেকপোস্ট খোলার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, করোনায় আক্রান্ত ব্যক্তিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এই চেকপোস্ট দিয়ে গত সাত দিনে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে মোট নয় জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন বলে জানান তিনি।
Comments