লালমনিরহাটে ভুট্টাখেতে পাওয়া অজগর শালবনে অবমুক্ত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী শ্রীরামপুর ইউনিয়নে একটি ভুট্টাখেত উদ্ধার হওয়া অজগর হাতীবান্ধা উপজেলার শালবনে অবমুক্ত করা হয়েছে।
আজ সোমবার সকালে বন বিভাগের লোকজন অজগরটি হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া নওদাবাস শালবনে অবমুক্ত করে দেন।
পাটগ্রাম উপজেলা ফরেস্ট কর্মকর্তা আব্দুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
গতকাল রোববার দুপুরে প্রায় ছয় ফুট লম্বা অজগরটি পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তবর্তী বুড়িরবাড়ি গ্রামে কৃষক লুতু মিয়ার ভুট্টাখেতে বিছানো জালে আটকা পরে। ওই কৃষক অজগরটি উদ্ধার করে একটি লোহার খাঁচায় আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে অজগরটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগের কাছে হস্তান্তর করে।
কৃষক লুতু মিয়ার ভুট্টাখেতের কাছে ভারতীয় সীমান্ত হওয়ায় ধারণা করা হচ্ছে সাপটি ভারতের কোনো জঙ্গল থেকে খাবারে জন্য এসেছিল।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান ডেইলি স্টারকে জানিয়েছেন, উদ্ধার হওয়া অজগরটি হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া নওদাবাস শালবনে অবমুক্ত করেছে বন বিভাগ।
Comments