ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনা: নিহত বেড়ে ১৪
ইতালিতে ক্যাবল কার ছিঁড়ে এক শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকৃত অপর এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
উদ্ধারকর্মী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে জানানো হয়েছে ক্যাবল কারটিতে ১৫ জন ছিলেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নিহতদের পাঁচ জন ও চিকিৎসাধীন শিশুটি তাদের দেশের নাগরিক।
মোটারোনো পর্বতের পাইডমন্ট অঞ্চলের কাছে রিসোর্ট শহর স্ট্রেসা থেকে যাত্রীদের পরিবহনের সময় ওই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলের চিত্রগুলোতে দেখা গেছে ধ্বংসস্তূপটি কাঠের ওপর পড়ে আছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির উত্তরাঞ্চলীয় লেক ম্যাগিওরের কাছে দড়ি ছিঁড়ে ক্যাবল কারটি নিচে পড়ে যায়। গতকাল রোববার মধ্যরাতের দিকে আলপাইন উদ্ধারকারী ও এয়ার হেলিকপ্টারের জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।
আরও পড়ুন:
Comments