কুষ্টিয়ায় ভারতফেরত শিশুসহ ২ জনের করোনা শনাক্ত
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফেরা শিশুসহ আরও দুই জনের করোনা শনাক্ত হয়েছে।
গতকাল রোববার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৬ জনের পরীক্ষার পর দুই জনের করোনা শনাক্ত হয়। তাদের একজনের বয়স ৩৯ বছর ও অপর জনের বয়স ১২ বছর।
‘আক্রান্তদের শরীরে তেমন কোনো উপসর্গ নেই’ উল্লেখ করে তিনি বলেন, ‘রিপোর্ট পজিটিভ আসার পর তাদেরকে রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়।’
চুয়াডাঙ্গা জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন ডেইলি স্টারকে বলেন, ‘চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে গত শনিবার ৪৪ বাংলাদেশি দেশে ফিরেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। তাদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা সেলে রাখা হয়েছে।’
তিনি জানিয়েছেন, এই ৪৪ জনের মধ্যে ৩৬ জনকে কুষ্টিয়ার একটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে।
সেই ৩৬ জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হলে আরও দুই জনের করোনা শনাক্ত হয় বলে জানিয়েছেন কুষ্টিয়ার সিভিল সার্জন।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান ডেইলি স্টারকে বলেন, ‘ভারতফেরত ওই ৪৪ জনেরই অ্যান্টিজেন টেস্ট করানো হয়েছে। টেস্টের সময় হয়তো তাদের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ছিল না। কিন্তু, পরের দিন থেকে উপসর্গ উপস্থিত হওয়াটা অস্বাভাবিক নয়।’
কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইফুর রহমান ডেইলি স্টারকে জানিয়েছেন, দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন এমন ১১৮ জনকে কুষ্টিয়ার তিনটি প্রাতিষ্ঠানিক কোয়ারেনিটন সেন্টারে রাখা হয়েছে।
Comments