শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন
চলতি মে মাসের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে টাঙ্গাইলে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় তারা তাদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বলে, দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। মাদকসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ছে।
তাদের ভাষ্য, সরকার সবকিছু খোলা রেখে কেবল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পারে না।
এ অবস্থায় মানববন্ধন থেকে চলতি মে মাসের মধ্যেই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারে কাছে দাবি জানায় শিক্ষার্থীরা। তা না হলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়।
মানববন্ধনে রিসা হায়দারের সঞ্চালনায় বক্তব্য দেয় নাফিস আরা রাফি, সানজিদা ইসলাম মীম, ইভানা জামান খান ঐশী, বজলুর রহমান, কাওছার আহমেদ, ফাতেমা রহমান বিথী, মো. ফাহাদুল ইসলাম, প্রমুখ।
Comments